|
---|
স্টাফ রিপোর্টার, কাকদ্বীপ: ভারতীয় জলসীমায় ঢুকল বাংলাদেশী ট্রলার, আটক ১৫ জন মৎসজীবি। ভারতীয় জলসীমায় হোভারক্রাফট নিয়ে টহলদারি দেওয়ার সময় বাংলাদেশী ট্রলার এফবি তাহিরা ও এফবি তানজিলা নামের দুটি বাংলাদেশী ট্রলারকে দেখতে পায় উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা। দুটি ট্রলারকেই বাজেয়াপ্ত করা হয়েছে। ঘন কুয়াশার কারনে দিক ভুল করেই তারা ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বলে অনুমান করা হচ্ছে। বুধবার ১৫ জন মৎসজীবিকেই কাকদ্বীপ আদালতে পেশ করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা। সকলকেই আপাতত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলছ খবর।