|
---|
সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা সন্দেশখালি থানার অন্তর্গত রামপুর বাসস্ট্যান্ডে ডাক্তার নাজিমউদ্দীন মোল্লার নেতৃত্বে ওবিসি বাতিল ও ওয়াকফ বিলের বিরুদ্ধে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব,ন্যায় মঞ্চের সম্পাদক ও অধ্যাপক ড. আবু সালেহ, সোস্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অবসর প্রাপ্ত অধিকারিক কাজি শরীফ সাহেব, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহিন শেখ, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল-হেরা একাডেমির ডাইরেক্টর, শিক্ষক আবু সিদ্দিক খান, গাবাটি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেনডেন্ট আব্দুল ওয়াহিদ, শিক্ষক আলহাজ্ব আব্দুল জব্বার, স্থানীয় পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা,সমাজসেবী ইয়াসিন মোল্লা, সরবেড়িয়া আন নূর মিশনের সম্পাদক জাকির হোসেন, মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
ড. আবু সালেহ সাহেব বলেন, এই মুহুর্তে বাংলার সবচেয়ে বড় সমস্যা অনগ্রসর শ্রেণী সংরক্ষণ করে নেওয়া তাই ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে এবং সংরক্ষণ বাঁচাতে ছাত্র যুবক বুদ্ধিজীবী সহ সমাজের সমস্ত শ্রেণীর মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব বলেন, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়কে তাদের সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি বৃহত্তর ষড়যন্ত্র এবং এজেন্ডার অংশ।
তাই আমরা একাধিক গন সংগঠন ওবিসি বাতিল ও ওয়াকাফ বিলের বিরুদ্ধে আগামী ১৯ শে নভেম্বর কলকাতা শহীদ মিনারে ডাক দিয়েছি সেখানে আপনাদের আসা প্রয়োজন। এটা ঈমানী দায়িত্ব।
সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, গত ২২ শে মে কলকাতা হাই কোর্ট লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট বাতিলের ঘোষণা দিলে বাংলার খেটে খাওয়া দিনমজুর ঘরের সন্তানদের কপালে ভাঁজ পড়ে এবং এই সার্টিফিকেটের বলে যারা সরকারি চাকরি করছেন তারাও যথেষ্ট চিন্তায় পড়ে আছে। ওবিসি বাতিলের কারণে অন্য সম্প্রদায়ের তুলনায় মুসলিমরা ঘরের ছেলেমেয়েদের বেশি ক্ষতি হলো, কেন্দ্র সরকার চাইছে সংখ্যালঘুরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে দেশের সর্বচ্চ পদগুলো হোল্ড না করতে পারে তার জন্য এই পরিকল্পনা। এছাড়া মোসলমানদের ওয়াকফ করা জায়গা তথা আল্লাহর নামে দান করা জায়গা ছিনিয়ে নিয়ে আম্বানী কোম্পানির বিনিয়োগ করার চেষ্টা করছে। কেন্দ্র সরকারের এই অপচেষ্টা রুখতে আমাদের বৃহত্তর গন আন্দোলন দরকার। সমগ্র সভাটি সঞ্চালনা করেন মাওলানা ওমর ফারুক।