বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাহিত্য আড্ডা

আলিফ ইসলাম,মেমারি : ৯ জুন, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের রমজান একাডেমী হলে ৯ জুন রবিবার বৈকালিক এক ঘরোয়া সাহিত্য আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয় বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের উদ্যোগে। সংস্থার কর্ণধার গণ ডঃ রমজান আলী, রুহুল আমিন, ডঃ জাহির আব্বাস, জানে আলম, সৈয়দ হাসনে আরা, ফিরোজা বেগম, বেনজির নাজ, সুফি রফিক উল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গের আন্তরিক উপস্থিতিতে এদিন আলোচনা ও সাহিত্য আড্ডা সাবলীলভাবে সঞ্চালনা করেন ডঃ জাহির আব্বাস। উপস্থিত প্রত্যেক ব্যক্তির বক্তব্যে ট্রাস্ট কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রসঙ্গ উঠে এসেছে। বিগত দিনের ভুল ত্রুটি শুধরে নিয়ে সকলে একযোগে এগিয়ে চলার কথা উঠে এসেছে। তাই আগামী দিন বলবে ভবিষ্যতে ট্রাস্টের পথ চলা কেমন হবে।