বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের মেমারি ১ ব্লক কমিটি গঠন

সেখ সামসুদ্দিন : ৪ জুনঃ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের মেমারি ১ ব্লক কমিটি গঠন করা হয় আজ। মেমারি হাটপুকুরে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর অফিস চত্বরে এই কমিটি গঠন বিষয়ে একটি সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলা সভাপতি ডাক্তার কোরবান আলী, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের অন্যতম সদস্য কল্যাণী রায়, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাঃ কৃষ্ণপদ বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী তারকনাথ সাহা, টিডিএস এর বাপি কিস্কু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কমিটি গঠন বিষয়ে জেলা সভাপতি বলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ পিছিয়ে পড়া, অবহেলিত ও অত্যাচারিত মানুষের পাশে থেকে পরিষেবা দিতে সর্বদা উদ্যোগী। এই উদ্যোগকে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে ব্লক কমিটি গঠন করা হচ্ছে। খুব শীঘ্রই মেমারিতে রাজ্য সভাপতিকে নিয়ে একটি বড় সভা করার উদ্যোগ নিচ্ছেন। তার আগে তীব্র তাপপ্রবাহের মধ্যে মেমারি ১ ব্লক বঙ্গ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষ ও পথযাত্রীদের জন্য জলসত্রের আয়োজন করা হবে ব্লকের বিভিন্ন অংশে বলে জানান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী।