বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির ঈদ মিলন উৎসব বর্ধমানে

আলিফ ইসলাম : মেমারি:৩০ এপ্রিল, বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হল শহর বর্ধমানের রমজান আকাদেমির সভাকক্ষে।৩০ এপ্রিল রবিবার সকাল ৭-৩০ মিনিট শুরু হয়ে বিকাল ৪-০০ পর্যন্ত চলা মিলন উৎসব মুখরিত হয়ে ওঠে বক্তব্য, আলোচনা, কবিতা পাঠ,গান ও আবৃত্তির সৌজন্যে। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের সাহিত্য প্রেমী গুণীজনের উপস্থিতিতে সমৃদ্ধ হয়ে ওঠে ঈদ মিলন উৎসব। তিনটি পর্বে বিভাজিত হয়ে শতাধিক কবি -সাহিত্যিক তথা সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব নিজেদের মেলে ধরেন এই ঈদ মিলন উৎসব মঞ্চে। গুণীজন সংবর্ধনা, ঈদ উপলক্ষে প্রকাশিত বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির নিজস্ব মুখপত্র মিলন উৎসব সংখ্যা –স্মৃতির সরণি বেয়ে পত্রিকার প্রকাশ এক নান্দনিক উৎকর্ষতা বজায় রেখেছে। সংস্থার সম্পাদক এম রুহুল আমিন, পত্রিকা সম্পাদক রমজান আলি, সেখ জাহির আব্বাস প্রমুখের সঙ্গে আবু মনিরুদ্দিন চৌধুরী,ঝর্ণা বর্মন, মহম্মদ মতিউল্লাহ,ভব রায়, সৈয়দ ম‌ইনুদ্দিন হোসেন,সোনা বন্দ্যোপাধ্যায়, মতিয়ার রহমান, ফজলুল হক, জানে আলম, মনোয়ার হোসেন, মনীষা বন্দ্যোপাধ্যায় প্রমুখ স্বনামধন্য ব্যক্তিবর্গ এর উপস্থিতি এক অন্য মাত্রা এনে দেয়। ইসমাইল দরবেশ,নাসির ওয়াদেন, সেখ মহম্মদুল হক, কাজী জুলফিকার আলি, সৈয়দ আতাউর রহমান, সেখ মাসুদ করিম,সেখ হাসানুজ্জামান, সেখ মহম্মদ ইউনুস, ওয়াহেদ মির্জা, সুফি রফিক উল ইসলাম, কাজী আজিজুর রহমান, আজিবুল সেখ, সেখ নাসিবুল আলি, ইকবাল দরগাই, সৈয়দা হাসনে আরা বেগম, মুস্তারি বেগম, বেনজির নাজ, সাবিনা ইয়াসমিন, মঞ্জরী খাতুন, সামসামা জামান, রুবাই শবনম, সাবিনা সৈয়দ,সর্বানি বেগম ,আরেফা গোলদার, আসাদ আলি, নার্গিস পারভিন, সৈয়দা বেনজির আসরার, সেলিম রেজা, সেখ মহম্মদ আমিন, দাউদ আলি, সামসুজ জামান,এ মাতিন, কামাল হোসেন, আব্দুল গফফার, গৌরী শঙ্কর দাস প্রমুখ শতাধিক সাহিত্য প্রেমী কবিতা পাঠ, আবৃত্তি, গান,বক্তব্য পরিবেশন করে মিলন উৎসবের যথার্থতা বজায় রাখেন।