|
---|
মো: নাজমুস সাহাদাতঃ মালদা মোথাবাড়ী বিধানসভার অন্তর্গত বাঙ্গীটোলা সকুল্লাপুর ঘোষ পাড়ার বাসিন্দা মনিরুল সেখ ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে আহত হন এবং মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে 10 দিন পর তার মৃত্যু হয় ,আজ সকালে মুম্বাই থেকে তার মরদেহ বাড়িতে আসলে মোথাবাড়ী বিধানসভার বিধায়িকা দিদি সাবিনা ইয়াসমিন সকুল্লাপুর ঘোষ পাড়ায় মনিরুল সেখ এর বাড়ি ছুটে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, সমবেদনা জানান ও আর্থিক সাহায্য করেন পরবর্তীতে সব রকম সাহায্য এর আশ্বাস দেন বিধায়িকা সাবিনা ইয়াসমিন।