|
---|
আলিফ ইসলাম,মেমারি : ২১ফেব্রুয়ারি, পূর্ব বর্ধমান জেলার মেমারির সোমেশ্বর তলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে। পূর্ব বর্ধমান জেলা কমিটি ও মেমারি ০১ আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত বৈকালিক এই মহতী সভায় সুচারু ভাবে মাতৃভাষা দিবসের উপর আলোকপাত করেন মূল আলোচক শশধর মিস্ত্রি। এছাড়া সভাপতি সুনীল বণিক এবং সঞ্চালক অমিতাভ চৌধুরীও আন্তর্জাতিক মাতৃভাষাদিবসের উপর বক্তব্য রাখেন। প্রথমে সভাপতি পতাকা উত্তোলন করেন তারপরে শহীদ স্তম্ভে মাল্যদান এবং একুশের স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর উপস্থিত ব্যক্তিবর্গ পুষ্পার্ঘ্য প্রদান করেন। সংগীত,বক্তব্য,গীতি আলেখ্য, কবিতা পাঠ, আবৃত্তি প্রভৃতির মধ্য দিয়ে বৈকালিক এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ হলেন সন্ধ্যা ভট্টাচার্য,ইন্দ্রজিৎ হাজরা,রমা মুখার্জি,সাধন দাস,তাপস পাল,গনেশ মন্ডল, কিশোর বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস,আরতি গাঙ্গুলি, পদ্মা কোলে, জ্যোতি মল্লিক, তন্ময় মন্ডল, অশোক যশ, অমিত বিশ্বাস,শ্যামল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।