|
---|
জাহির হোসেন মন্ডল, সোনারপুর : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দঃ ২৪ পরগণা জেলার তত্বাবধানে, কামালগাজী স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে গত ২২.০২.২০২২ তারিখ থেকে শুরু হয়ে গেল ৩ দিন ব্যাপী এক সর্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠানের।বাংলার সংস্কৃতির ও কৃষ্টির এক অপরুপ মেলবন্ধনে উৎযাপিত হতে চলেছে এই অনুষ্ঠান। “বাংলা মোদের গর্ব” মেলা, প্রদর্শনী, এক্সপো, সংস্কৃতিক অনুষ্ঠান।
শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিম হাজরা মহাশয়, বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান ব্যানার্জী মহাশয়, বিধায়ক শ্রী বিভাস সরদার মহাশয়, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী ডঃ পল্লব দাস মহাশয়, সোনারপুর উত্তরের সাংগঠনিক প্রধান এবং রাজপুর সোনারপুর পৌরসভার ২৭নং ওয়ার্ডের পৌরপিতা জনাব নজরুল আলি মন্ডল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকবৃন্দ এবং অন্যান্য সন্মানীয় অতিথি বৃন্দ।