বাংলা নববর্ষ কে স্বাগত জানাতে দুই বাংলায় অংকন প্রতিযোগিতা।

লুতুব আলি, ১২ এপ্রিল : ইংরেজি নববর্ষ কে স্বাগত জানাতে সমগ্র পৃথিবীব্যাপী হৈ চৈ পড়ে যায়। কিন্তু বাংলা নববর্ষ সে দিক থেকে বেশ উপেক্ষিত। বাংলা ১৪৩০ কে স্বাগত জানাতে এপার বাংলা ও ওপার বাংলা একযোগে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল। আয়োজক : স্বপ্ন পূরণ, চার পুথি ও বিহঙ্গললিত কলা একাডেমি। স্থান উত্তর ২৪ পরগনার আগরপাড়া উশুম্পুর বটতলা। বাংলাদেশের যশোর বিহঙ্গ ললিত কলা একাডেমি, ঢাকার চার পুথি। প্রতিযোগিতার বিষয় ছিল : বাংলার নববর্ষ। তিন দিনব্যাপী এই অংকন প্রতিযোগিতা ব্যাপকভাবে সাড়া পাওয়া গেছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। যশোরের বিহঙ্গ ললিত কলা একাডেমির প্রশিক্ষক কৃত্তিবাস হালদার, ঢাকার চার পুথি অংকন ও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রিক প্রশিক্ষক এহসান প্রতীক এবং ভারতের পশ্চিমবঙ্গের আগরপাড়ার চারুচন্দ্র আর্ট সেন্টার অংকনও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান দীপঙ্কর সমাদ্দার জানালেন, অংকন প্রতিযোগিতার বিষয় বাংলা নববর্ষ রাখায় শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষার্থীরা খুশি মনে এগিয়ে এসেছে। এই প্রতিযোগিতায় কোন প্রবেশ মূল্য ছিল না।এপার বাংলা ও ওপার বাংলার দুই বিশিষ্ট চিত্রশিল্পী মোঃ রবিউল ইসলাম ও সুব্রত গঙ্গোপাধ্যায়ের মত শিল্পীরা বিচারক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। এই আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতা দুই দুই বাংলার শিক্ষার্থী চিত্রশিল্পীদের পারস্পরিক চিন্তাধারার ভাব বিনিময় এর ক্ষেত্রে বিরাট সাফল্য এসেছে। এই প্রতিযোগিতাকে সাফল্যের শীর্ষে পৌঁছুতে সর্বতোভাবে সহযোগিতা করেছেন কমুদ সাহিত্য মেলা কমিটির পুরোধা মোল্লা জসিম উদ্দিন, পোলো, গোপাল সুইটস অসংখ্য শুভানুধ্যায়ীরা। আর্ট সেন্টারের সম্পাদিকা ঝুমা সমাদ্দার অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।