|
---|
লুতুব আলি, কলকাতা : বাংলা সাহিত্য ও সংস্কৃতি সমাজের রবীন্দ্র স্মরণ কলকাতায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম দিবস পালন করলো বাংলা সাহিত্য ও সংস্কৃতি সমাজ। সংস্থার সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি ভারতবর্ষ এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বর্তমান সংকটে রবীন্দ্রনাথের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে চলতে পারলেই বিশ্ববরেণ্য সাহিত্যিক রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। যুদ্ধের বিরুদ্ধে ও মানব কল্যাণে রবীন্দ্রনাথ ঠাকুরের অবিস্মরণীয় লেখাগুলি চিরন্তন হয়ে আছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন সংস্থার যুগ্ম আহ্বায়ক জয়া চৌধুরী ও অঞ্জনা আঢ্য, বিশিষ্ট কবি অরুণ ভট্টাচার্য, সমাজকর্মী স্বপন সরকার, মানব বসু প্রমুখ। এই বর্ণময়ী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলকাতা ডোভার লেন গেস্ট হাউসে। অনুষ্ঠানে মননশীল আলোচনা ছাড়াও নৃত্যানুষ্ঠান, সংগীতা অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন পাপিয়া মিত্র, সাধনা গোলদার, অদিতি চ্যাটার্জী, আশিস রায় প্রমুখ। অনুষ্ঠানের শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।