|
---|
“কৃষক বিরোধী সরকার’আর নেই দরকার” স্লোগানকে হাতিয়ার করে রাজ্যজুড়ে কৃষি বিলের প্রতিবাদ বাংলা সংস্কৃতি মঞ্চের
নিজস্ব সংবাদদাতা: গায়ের জোরে কেন্দ্র সরকার রাজ্যসভা ও লোকসভায় তিনখানা বিল পাস করে কৃষকদেরকে সমূহ বিপদের মুখে ঠেলে দিয়েছে আর সেই প্রতিবাদেই ভারতীয় কৃষি ও ভারতীয় কৃষকদের স্বার্থে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করলো বাংলা সংস্কৃতি মঞ্চ। ২৪ তারিখ যাদবপুরে বাংলা সংস্কৃতি মঞ্চ ও আরো বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি দেখান। বাংলা সংস্কৃতি মঞ্চের বিভিন্ন জেলায় থাকা সহযোদ্ধারা গণ আন্দোলন শুরু করেছে জায়গায় জায়গায়। তাদের একটাই দাবি কেন্দ্র সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলো বেসরকারিকরণের সাথে সাথে এবার ভারতীয় কৃষি কেউ বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে এর ফলে ভারতীয় কৃষিতে কালো দিন ঘনিয়ে আসবে। ২৬ শে সেপ্টেম্বর বীরভূমের মুরারইয়ে বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরি কৃষিবিলের প্রতিলিপি পুড়িয়ে ও শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে কৃষি বিলের বিরোধিতা করেন। কৃষিবিলের বিরোধিতা করতে পথে হাঁটেন প্রায় ৯০০ জন মানুষ। উদ্যোক্তাদের পক্ষ থেকে বাংলা সংস্কৃতি মঞ্চের সহযোদ্ধা সুদীপ দাস জানান আমরা কোনমতেই কৃষক বিরোধী বিল মেনে নেব না, এই বিল কার্যকরী হলে ভারতীয় কৃষি ও কৃষকদের সমূহ ক্ষতি। বাংলা সংস্কৃতি মঞ্চের মফিদুল হাসান মুক্তা জানান অপদার্থ কেন্দ্র সরকার দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির করার পর এবার ভারতীয় কৃষকদের দাসে পরিণত করার চেষ্টা করছে। বেকারত্ব, স্বাস্থ্য হীনতা, মহামারী এগুলো ওদের চোখে পড়েনা। বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম ইসলাম জানান বাংলার বিভিন্ন জায়গাতে আমাদের সহযোদ্ধারা কৃষক ভাইদের স্বার্থে গণ আন্দোলন শুরু করেছে আমরা কোন মতেই কৃষি বিল মেনে নেব না। এই কৃষিবিলের উপকারের চেয়ে অপকারই বেশি।