|
---|
লুতুব আলি, নতুন গতি : বাংলাদেশের প্রতিথযশা কবি ও বর্ষীয়ান সাংবাদিক মানিক মজুমদারের ৬০ তম জন্মদিন পালিত হয়। বাংলাদেশ কবিতা সংসদ পাবনা প্রধান কার্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, রুপম প্রকাশনী স্বত্বাধিকারী, খোলা চোখের সম্পাদক কবি মানিক মজুমদারের ৬০ বছরের পদার্পণ উপলক্ষে পাবনার সুধী সমাজের আয়োজনে দৈনিক সিনসা পত্রিকা কার্যালয়ে এই জন্মদিনটি বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। পত্রিকা কার্যালয়ে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই উপলক্ষে বিশেষ আলোচনারও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাতাব বিশ্বাস বেসরকারি সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিশারদ জাফর সাদেক, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় নিজের অনুভূতি ব্যক্ত করেন কবি মানিক মজুমদার। কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টিভির উত্তর আঞ্চলীয় ব্যুরো চিফ্ পাবনা প্রেস ক্লাবের সাদেক সাধারণ সম্পাদক টিআইবি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক উৎপল মির্জা, মাসুমদিয়া জাবেদা খাতুন, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলার সহ সভাপতি নজরুল ইসলাম বাবু, দৈনিক সিনসা পত্রিকার নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, সাহিত্য ও বিতর্ক কাব পাবনার সভাপতি ডক্টর মনছুর আলম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাঁচতে চাই নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক পাবনার বাণী ভারপ্রাপ্ত সম্পাদক রহমত উল্লাহ দোলন, আনন্দ টিভি ফরিদপুর প্রতিনিধি রবিউল ইসলাম রনি, সাংবাদিক তুহিন শেখ, ঈশ্বর বাদী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহানা আক্তার বানু, পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আলী, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, শিক্ষক ও কবি সালেহা ইমতিয়াজ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল খালেক খান, শিক্ষানবিশ আইনজীবী কামরুল নাহার, মুক্ত দৃষ্টি সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি মমতাজ রোজ কলি, কবি আলমগীর সম্রাট, শিক্ষার্থী নীল বিশ্বাস, বিং হিউম্যান বাংলাদেশের সদস্য রিসাত ইসলাম রীতি, কবি পত্নী মৌমিতা মজুমদার, কবি র ছোট ছেলে কবি মানব মজুমদার, বড় ছেলে র পত্নী সেতু মজুমদার, নাতি রঞ্জন মজুমদার, কবি উত্তম কুমার দাস প্রমুখ। কবিতার সংসদে পাঁচ জনকে আজীবন সদস্য পদে সম্পৃক্ত করে আগামী ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষে খোলা চোখ পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। কবির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের বৈচিত্র্যতা সকলকে মুগ্ধ করে।