|
---|
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ: আবারও মুর্শিদাবাদে গরু পাচারকারী গ্রেপ্তার ২০/২১ আগস্ট মুর্শিদাবাদের খাস মহল এলাকা থেকে বিএসএফের ১৪১ নাম্বার ব্যাটেলিয়ান ১৪ টি গবাদি পশু সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি,উদ্ধার হয়েছে ইঞ্জিনের সাথে লাগানো একটি বৃহত বাংলাদেশী কাঠের নৌকাও, চোরাচালানকারীরা হলেন সম্রাট শেখ তার বাড়ি গ্রাম-কাকমারী চর, সাহেবনগর, পিএস-সাগর পাড়া এবং অপর জন মোহাম্মদ আবদুল খালিখ তার বাড়ি গ্রাম – ফিরোজ পুর, পরান পুর, পিএস- চারঘাট, জেলা- রাজশাহী (বাংলাদেশ), তার কাছ থেকে একটি বাংলাদেশি প্রি-পেইড সিম (গ্রামীণ নেটওয়ার্ক) সহ একটি স্যামসুং মোবাইল পাওয়া গেছে। ইতিমধ্যেই সাগরপাড়ায় সমস্থ কিছু জমা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।