|
---|
সেখ সামসুদ্দিন, ২৬ ডিসেম্বরঃ বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাঁদের নিয়ে আজ পাঁচটি পঞ্চায়েতে সচেতনতা শিবির করা হয়। আবুইঝাটি ১ ও ২, পাঁচড়া, আঝাপুর, জৌগ্রাম পঞ্চায়েতে পৌঁছে যান বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। প্রতিটি পঞ্চায়েতে উপস্থিত ছিলেন প্রধান ও উপ প্রধানরা। সেখানে গিয়ে তারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভক্তাদের কী কী করতে হবে তা বুঝিয়ে দেন। বাড়ি যদি না করেন তাহলে সরকারকে টাকা ফেরত দিতে হবে তাদের। এর সঙ্গে আরও বলেন বাড়ি সংক্রান্ত ব্যাপারে কাউকে কেউ যেনো কোনো টাকা পয়সা না দেন। কেউ কোনো ভাবে টাকা চাইলে সত্তর যেন ব্লক অফিসে জানানো হয়। উপভোক্তাদের হাতে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হয়।