|
---|
সংবাদদাতা : মোস্তাক মুর্শেদ,সেখ নুরুল হক সাহেব (আমাদের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান) এরপর ২০১৭ সালে সর্বভারতীয় স্তরে ইউপিএসসি পরীক্ষায় ৯৭ এবং রাজ্যের মধ্যে প্রথম হয়েছিলেন কলকাতার বেনিয়াপুকুরের ছেলে আজার জিয়া। ৩৬ বছর পর রাজ্যের কোনো মুসলিম সরাসরি(প্রমোশন নিয়ে নয়)আই এ এস হয়েছিলেন। সফল হওয়ার কিছুদিন পর আজার জিয়াকে নাবাবিয়া মিশন এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় আজার জিয়া দীর্ঘ ৩৬ বছরের শূন্যস্থান নিয়ে বিস্ময় প্রকাশের পাশাপাশি আশা ব্যক্ত করেছিলেন আগামী দিনে সময়ের এই ব্যবধান কমার। সেই আশা পূর্ণ হল। মাত্র তিন বছরের মাথায় উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছেলে মহম্মদ মাঞ্জার হুসেন আঞ্জুম ২০২০ সালের ইউপিএসসি পরীক্ষায় ১২৫ র্যাঙ্ক করে আই এ এস হতে চলেছেন।
নাবাবিয়া মিশন এর পক্ষ থেকে অনেক অভিনন্দন।