|
---|
সেখ আব্দুল আজীম : আজ ৭ই সেপ্টেম্বর, কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো হাওড়ার জেলার উলুবেড়িয়ার বাসিন্দা সাঁতারু তাহরিনা নাসরিন,আপাতত একজন ইনকাম ট্যাক্স কর্মী হিসেবে কাজ করে। সম্প্রীতি জিব্রাল্টার চ্যানেল এর অভিজ্ঞতা ও ইংলিশ চ্যানেলের ও বাংলা সিঙ্গেল এবং ডবল ক্রস করার রেকর্ড গ্রহণ করে। আজকের এই সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহরিন নাসরিন,পিতা সেখ আফসার আহমেদ, উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার বিদেশ বসু, পর্বত আরোহী অর্জুন পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট দেবাশীষ বিশ্বাস আরো অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।