|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে দুদিন ব্যাপি ব্যাঙ্ক ধর্মঘটের ব্যাপক সাড়া পেলো।আজ থেকে সমস্ত ব্যাঙ্ক ইউনিয়নগুলি ব্যাঙ্ক বেসরকারীকরনের দাবীতে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট শুরু করলো।আজ সকাল থেকেই শিলিগুড়ির সমস্ত এটিএম গুলি বন্ধ হতে শুরু করে।এক ব্যাঙ্ক কর্মচারী আজ জানান কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক কর্মচারীদের উপর রোলার চালিয়ে অত্যাচার শুরু করছে।এইভাবে চলতে শুরু করলে গ্রাহক এবং ব্যাঙ্ক কর্মচারী উভয়ই রাস্তায় নেমে আসবে।আমরা অবিলম্বে এর বিহিত চাই।যেভাবেই হোক কেন্দ্রের এই অন্যায় আবদার মানা যাবে না।আমরা আপাতত দুদিনের জন্য শুরু করছি ধর্মঘট।আগামীদিনে আমাদের দাবী মানা না হলে অনির্দিষ্টকালের জন্য আমরা ব্যাংক ধর্মঘট শুরু করবো।
শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে ব্যাংক ধর্মঘটের কারনে নাকাল হয়েছেন সাধারন মানুষ।এলাকা ভিত্তি করে একটা এটিএম কেন খুলে রাখা হবে না এই দাবীও করেছেন অনেকেই।
এদিন বহু গ্রাহক অসুবিধার মধ্যে পড়ে যান এটিএম বন্ধ হবার কারনে।অনেকে জানান তারা জানতেনই না দুদিনের জন্য ব্যাংক ধর্মঘট চলছে সারা রাজ্য জুড়ে।এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এটিএম এর সামনে মানুষের ভিড় দেখা যায়।প্রয়োজনের সময় টাকা তুলতে না পাড়ায় অনেকেই অসুবিধার মধ্যে পড়ে যান।