বাঁকুড়ার ভূমি কন্যা অমৃতার বই প্রকাশ হল কলকাতার কালীঘাটে

লুতুব আলি : বাঁকুড়ার ভূমি কন্যা অমৃতার বই প্রকাশ হল কলকাতার কালীঘাটে। কালীঘাট হাজরা রোডের সুজাতা সদনে চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন আয়োজিত এক বর্ণময় অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বাঁকুড়ার ভূমি কন্যা অমৃতা বিশ্বাস সরকারের বিষাক্ত বাতাস নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এই পাবলিকেশন এর মুখ্য পরিচালক শুভ্রদীপ চক্রবর্তী। উল্লেখ্য, করোনার প্রবল জ্বরে যখন কাঁপছিল সেই সময়কার আর্থসামাজিক অবস্থান জীবন্ত ছবি অমৃতা বিশ্বাস সরকার তাঁর বিষাক্ত বাতাস কাব্যগ্রন্থে তুলে ধরেছেন। এক সাক্ষাৎকারে অমৃতা দেবী বলেন, একদিকে সমাজের ক্রম ক্ষয়িষ্ণু নৈতিকতা ও মূল্যবোধ আমাদের পঙ্গু করেছে, তার সাথে করোনা মহামারীর করাল থাবা অগুনতি প্রাণ কেড়ে নিয়ে না জানি কত পরিবারকে নিঃস্ব করেছে বিষিয়ে যাওয়া পরিস্থিতি বিষাক্ত বাতাস কাব্যগ্রন্থ তুলে ধরার চেষ্টা করেছি। বৃষ্টি থামার একটু পরে ও মেঘ ছায়া বৃষ্টি নামে আরও দুটি কাব্য গ্রন্থের রচয়িতা অমৃতা বিশ্বাস সরকার। অন্যদিকে অমৃতা দেবী ছোটদের নিয়ে রুপশিখা নামে ছোটদের একটি পত্রিকা সম্পাদনা করে বাঁকুড়াতে তিনি সুনাম অর্জন করেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন এর ১৯০টা মতো বইয়ের মোড়ক উন্মোচিত হয়। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী সিধু, মোহনবাগান ক্লাবের আই লিগ জয়ী কোচ এবং একটি মোহনবাগান ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্জয় সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার অলোক মুখার্জী, রুপালি পর্দার নায়ক ভাস্বর চ্যাটার্জি প্রমুখ। বই প্রকাশের অনুষ্ঠানের শেষে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে অমৃতা বিশ্বাস সরকারকে ভূপেষ চন্দ্র ভট্টাচার্য স্মৃতি স্মারক সম্মান ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়।