|
---|
আর এ মণ্ডল (বাঁকুড়া): করোনা এখন পৃথিবীব্যাপী আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে চলেছে।ভারতে তথা এ রাজ্যেও তার প্রভাব পড়েছে, যা যথেষ্ট উদ্বেগ জনক বলেই মনে হচ্ছে।তার মধ্যে বাঁকুড়া জেলায় কিছুটা হলেও স্বস্তির আভাস।কারণ “গ্রীণ্ জোন”,তা সত্বেও সাবধানতা অবলম্বনে জেলা প্রশাসন কোন মতেই বিষয়টি হাল্কা ভাবে নিচ্ছেন না।
বাঁকুড়া সদরের সমস্ত এলাকায় স্যানিটাইজেশন্ করার কাজ শুরু করে দেওয়া হয়েছে।বাঁকুড়া বাসস্ট্যান্ড এলাকা এবং আনীত দূরে কাঠজুরি ডাঙ্গা থেকে শুরু করে কেটেরডাঙ্গা, ঈদগাহ মহল্লা ও চার্চ মোড় ইত্যাদি জায়গায় দ্রুততার সাথে স্যানিটাইজেশন্ এর কাজ হচ্ছে। এছাড়াও করোনা রুখতে জেলা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দফতর সুত্র থেকে জানা গেছে জেলার বর্ডার গুলিকে সিল্ করার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাস্থিত পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে।