|
---|
সেখ আজফার হোসেন : পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি এবং বাঁকুড়া জেলা সংখ্যালঘু দপ্তরের যৌথ উদ্যোগে হজযাত্রীদের জন্য শুরু হল দুদিন ব্যাপি হজ প্রশিক্ষণ শিবির।৭ই মার্চ বাকুুড়া জেলা সংখ্যালঘু ভবনের সভাকক্ষে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রথম দিনের প্রশিক্ষণ শিবিরে জেলার বিভিন্ন ব্লক থেকে ২৫ জন ইচ্ছুক হজযাত্রী অংশ নেন। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সকল ইচ্ছুক হজযাত্রীদের হজের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে এহরাম পরিধান, শয়তানকে পাথর নিক্ষেপ , কাবা শরীফ প্রদিক্ষণ ইত্যাদি বিষয়গুলি দেখানো হয়।) এমনকি কাবা শরীফের ডেমো তৈরি করে কিভাবে কাবা শরীফ তয়াফ করতে হবে তাও দেখানো হয়। এদিন রাজ্য হজ কমিটির পক্ষ থেকে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন হাজী শাহজাহান মোল্লা ও আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক সীমা হালদার, জেলা সংখ্যালঘু সেলের আধিকারিক মহ: জসিম উদ্দিন মন্ডল, এডুকেশন সুপারভাইজার সিরাজুল হক প্রমুখ। উল্লেখ্য, এবছর বাঁকুড়া জেলায় মোট ১৬৫ জন হজযাত্রীর লক্ষ্য মাত্রা থাকলেও সেই সংখ্যার ধরে কাছেও পৌঁছাতে পারেনি। জেলা সংখ্যালঘু দপ্তরের সুত্র থেকে জানা গিয়েছে, এবার জেলা থেকে মোট ২৬ জন ইচ্ছুক হজযাত্রী তাদের নাম নথিভুক্ত করেছেন। বাঁকুড়া জেলায় ২লাখ ৯০ হাজার মুসলমানের বসবাস । সেখানে হজযাত্রীর সংখ্যা মাত্র ২৬ জন। এটা রাজ্য হজ কমিটি ও জেলা সংখ্যালঘু দপ্তরের বড় ব্যার্থতা বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। শুক্রবার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হবে।