বাঁকুড়া ইমাম পরিষদ কর্তৃক সম্বর্ধিত হলেন বিশিষ্ট সমাজসেবী গোলাম আসপিয়া.মোল্লা

আর এ মণ্ডল-(ইন্দাস)-সম্প্রতি মালোয়েশিয়া থেকে শিক্ষা,সংস্কৃতি ও সমাজ সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সেহারাবাজার রহমানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের সম্পাদক গোলাম আসপিয়া সাহেবকে।যিনি হাজী কুতুব উদ্দিন বলেই অধিক পরিচিত। দক্ষিণ দামোদর এলাকার প্রাণ পুরুষ এই বিদগ্ধ ব্যক্তিকে বাঁকুড়া জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে ৯ ডিসেম্বর ২০২৪ -এ তাঁরই প্রতিষ্ঠিত সেহারাবাজার মিশনের সম্পাদকীয় দফতরে ৮ জনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক অনাড়াম্বর অনুষ্ঠানে বিশেষ সম্মান জানিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এই বিষয়ে জানতে চাওয়া হলে ইমাম পরিষদের জেলা সম্পাদকের ভাষায় সুদূর বিদেশ থেকে সম্মাননার প্রেক্ষিতেই নয় তিনি শুধুমাত্র এই এলাকার নন জেলা তথা বাংলার গর্ব। একাধারে মসজিদ, মিশন এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেবামূলক কাজের আঞ্জামও দিয়ে চলেছেন। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যেও তাঁর সুপরিচিতি বর্তমান।রহমানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের বহুুমুুখী পরিকল্পনার উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব এবং সবার সহযোগিতাও উল্লেখযোগ্য। কুতুব উদ্দিন সাহেবের কথা,সকলের সাহায্য সহযোগিতাই এই সাফল্যের পথ চলা। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মাওঃ শরিফুল ইসলাম,হাফিজ সোহরাব,হাফিজ ইসমাইল,হাফিজরিজাউল, মাওঃ আখতার,হাফিজ শাজাহান, মাওঃ নুরুল ইসলাম ও রহমত আলী সাহেব।