বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের নতুন কমিটি

আর এ মণ্ডল,বাদুলাড়া : বাঁকুড়া জেলা ইমাম, মুয়াজ্জিন ও উলামাদের পক্ষ থেকে সম্প্রতি এক নতুন সংগঠনের জেলা কমিটি গঠন করা হয়। সেই উপলক্ষ্যে বাঁকুড়া – ১ ব্লকের বাদুুলাড়া কাদিমী জামে মসজিদে একটি বিশেষ সভার আয়োজন করা হয় ২০ আগস্ট ২০২৪।
উক্ত সভায় বাঁকুড়া -১, বাঁকুড়া -২, ছাতনা ব্লকের সমন্বয়ে একটা নতুন কমিটি গঠিত হলো। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে,সংগঠনের সভাপতি , সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাওলানা আতাউর রহমান, মাওলানা আসাদুল্লাহ ও মাওলানা আকবর। সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা বিলাল সাহেব।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক হাফেজ আশরাফ আলী, ইন্দাস ব্লক ইমাম মুয়াজ্জিন সংগঠনের সভাপতি কাজী সাহাবুদ্দিন, দুবরাজপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আহসানুল্লাহ,ময়রাপুকুর মাদ্রাসার সম্পাদক ক্বারী মুহিব্বুল্লাহ,মাওলানা আব্দুল আহাদ,হাফিজ রবিউল ইসলাম,কাঁটাদিঘী বালিকা মাদ্রাসার নিষ্ঠাবান তরুণ খিদমতগার খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
ঐ দিনের সভায় বিভিন্ন মসজিদের ইমাম এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষকগণ সহ কিছু দ্বীন দরদী মানুষও উপস্থিত ছিলেন। সভা শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে আরও জানানো হয় যে, আগামীতে সংগঠনের তরফ থেকে ওড়িশায় নির্যাতিত বাঁকুড়ার শ্রমিকদের সহযোগিতার জন্য সচেষ্ট হবেন এবং একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হবে । স্বনামধন্য প্রবীণ আলীম মাওলানা আব্দুল হামিদ সাহেবের দোওয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।