বাঁকুড়া জেলা ইমাম পরিষদের ত্রয়োদশ সম্মেলনে সম্প্রীতির বার্তা

আর এ মণ্ডল:বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের রসুলপুর হাই মাদ্রাসা (উঃ মাঃ) প্রাঙ্গণে ৭ নভেম্বর ২০২৪ সকাল ৯-৩০ থেকে দুপুর ১ টা অবধি ১৩ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। সভা পরিচালনার দায়িত্ব দেয়া হয় সেহারাবাজার রহমানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের সম্পাদক কুতুব উদ্দিন সাহেব। প্রধান অতিথির আসন অলংকৃত করেন জয়রাম পুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ জী,সভার প্রধান বক্তা ছিলেন বীরভূমের কুইঠা মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা নজরুল হক, ছিলেন জেলা কমিটির সভাপতি মুফতি মুখতার আলি। বিশেষ অতিথিদের মধ্যে অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি মওলানা জিয়াউল হক,জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ হবিবুর রহমান, ইন্দাস আই টি আই গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ সেখ আতাউর রহমান, পাত্রসায়ের থানার ও সি,সৌমেন ভট্টাচার্য, সেকেন্ড অফিসার আযহার আনসারি এবং সমাজ সেবী সেখ আজফার হোসেন ও শাহ শাহনাওয়াজ প্রমুখ। সকলের বক্তব্যে ফুটে ওঠে একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধাশীল হয়ে সৌহার্দ্য পূর্ণ সম্প্রীতির মেল বন্ধনে আবদ্ধ হতে হবে।ধর্ম এর মধ্যে কোন ভেদাভেদ নেই। নিষ্ঠাবান কখনওই সাম্প্রদায়িক হতে পারে না।
প্রধান বক্তা অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় ইসলাম এর আদর্শ ব্যক্ত করেন। সামাজিক বিভাজন, মিথ্যাচার, অপকর্ম,অন্যায়,অত্যাচার, হিংস্রতা ও বৈষম্যবাদ প্রতিহত করতে নৈতিকতাকেই গুরুত্ব দিতে হবে।যা দ্বীন ইসলাম এর মধ্যে বিরাজমান। তিনি এ’ও জানান যে মানুষকে ভালোবাসতে হলে আল্লাহ-র প্রতি বিশ্বাস স্থাপন আবশ্যক।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন জেলার সম্পাদক মওলানা শরিফুল ইসলাম। সহযোগিতায় ছিলেন স্থানীয় দ্বীন প্রিয় মানুষেরা।জেলার বিভিন্ন ব্লকের ইমাম মুয়াজ্জিনগণ ছাড়াও সাধারণ বহু মানুষ উপস্থিত ছিলেন। মাওলানা নজরুল হক সাহেবের দোওয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষিত হয়।