|
---|
নিজস্ব সংবাদদাতারা, পাত্রসায়ের : ” মানব জাতিকে সমস্ত সৃষ্টির সেরা করেছেন সর্বশক্তিমান আল্লাহ্ , ঈশ্বর, ভগবান যাই বলি না কেন। আমরা যে নামেই তাঁকে ডাকি না কেন তিনি আমাদের মহান প্রতিপালক,পরম দয়ালু ও করুনাময়। মানুষের সাথে মানুষের সংঘাত, অত্যাচার, অবিচার, নৈরাজ্য – কোন ভাবেই কাম্য নয়। পৃথিবীতে একই শ্রেণীর,একই ধর্মের,একই বর্নের মানুষ বসবাস করবে – সৃষ্টির ইতিহাস কিন্তু তা বলে না। ইতিহাস বলে সৃষ্টির মধ্যে বৈচিত্রের কথা। আর তাই আমাদের সকলের মাঝে বিরাজ করুক সম্প্রীতি ” – রবিবার, বাঁকুড়ার রসুলপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে বাঁকুড়া জেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সভায় যোগ দিতে এসে একথাই তুলে ধরলেন জয়রামবাটী মঠের মহারাজ স্বামী তৎকৃপানন্দ মহারাজ। প্রতি বছরের ন্যায় রবিবার ২৭ শে নভেম্বর সম্প্রীতি সভার আয়োজন করে বাঁকুড়া জেলা ইমাম পরিষদ। কারী ফারুক আবদুল্লাহর কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সভাটি শুরু হয়।সভার শুরুতে সভায় আগত আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয় ইমাম পরিষদের পক্ষ থেকে। এদিনের সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া চার্চের পাদ্রী সুমন্ত নাড়ু, মৌলানা মহাম্মদ আলি , পাত্রসায়ের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবির মন্ডল ,ও সি বিদ্যুৎ কুমার পাল ,জৈন ধর্মগুরু শ্রী সুখময় মাঝি, বিশিষ্ট সমাজসেবী সেখ আজফার হোসেন,উপ- প্রধান ফারুক মেহতাব মিদ্যা ও হাজী আসরফ আলী সাহেব। এদিনের সম্প্রীতি সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ জন ইমাম, মোয়াজ্জেম ও বিশিষ্টজন উপস্থিত হয়ে ছিলেন।পূরো সভাটি পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সম্পাদক মৌলানা শরিফুল ইসলাম।