বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ল’ বোর্ডের স্মারকলিপি প্রদান ‌। ‌

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: আজ সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার জেলা শাসকের দপ্তরে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে “অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের” পক্ষ থেকে বাঁকুড়া জেলার একটি প্রতিনিধি দল জেলা শাসকের হতে তাঁদের স্মারকলিপি তুলে দেন। এদিন জেলা শাসক অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক। প্রতিনিধি সদস্য জিয়াউদ্দিন বলেন,২৯ শে মে অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ডের সর্ব ভারতীয় সভাপতি হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব এবং রাজ্য ল’ বোর্ডের সদস্যদের আলোচনার ভিত্তিতে স্থির হয় ৩ রা জুন রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হবে। সেই মতো আমারা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলাম।

    এদিনের প্রতিনিধি দলে ছিলেন বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের কোষাধ্যক্ষ হাফিজ আশরাফ সাহেব, সঙ্গে ছিলেন ময়রাপুকুর মাদ্রাসার শিক্ষক মুফতি আহসানুল্লাহ সাহেব, আলিপুর মাদ্রাসার সম্পাদক ক্বারী জিয়াউদ্দিন সাহেব, হাফিজ রবিউল ইসলাম, মাওঃ সুজাউদ্দিন, জনাব আব্দুর রহমান সাহেব, জনাব মাস্টার জামিলুর রহমান সাহেব, জনাব আজফার হোসেন সাহেব, জনাব আলী ভাই, প্রফেসর আসিফ সাহেব প্রমুখ।