|
---|
সংবাদদাতা,ইন্দাস : বাঁকুড়া জেলা জমিয়তে উলামা-ই-হিন্দের উদ্যোগে ১৪ মে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত জলছত্র ক্যাম্প পাত্রসায়ের ব্লকের রসুলপুর বাজার সংলগ্ন বাঁকুড়া বর্ধমান রোডের পাশে। তীব্র তাপের মধ্যেই বিভিন্ন কাজে আসা পথচারীদের,প্রাইভেট টিউশনের ছাত্র ছাত্রীদের, যাতায়াত করা গাড়ির চালক সহ হাজার দেড়েক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য শীতল গ্লুকোন ডি মিশ্রিত পানীয় জল পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন বাঁকুড়া জেলা জমিয়তের আই টি সেলের সদস্যগণ। উপস্থিত ছিলেন জেলা জমিয়তের কোষাধ্যক্ষ সামসজ্জোহা,সহ-সম্পাদক নিয়ামত আলি মণ্ডল এবং আই টি সেলের জামিলুর রহমান, ববিট, নিউটন,খালিদ সাইফুল্লাহ,হারুন অল রশিদ ,শাকিল আহমেদ প্রমুখ। এছাড়াও ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের সহ-সম্পাদক ও সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি সেখ আজফার হোসেন।