|
---|
আর এ মণ্ডল (ইন্দাস) : বাঁকুড়া জেলার ইন্দাস তপশীল বিধান সভা কেন্দ্রটি দখলে রাখতে প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রী রুনু মেটের সমর্থনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি মা মাটি মানুষের হৃদয়ের নেত্রীর জবরদস্ত সভার পরই নকলি দুনিয়ার নায়িকা নুসরত জাহানের রোড শো ২৫ মার্চ।গতবার সামান্য ফারাকে জয় পায় গুরুপদ মেটে।স্বামীর জেতা সিটের পুনরায় দখল নিতে স্ত্রী রুনু মেটে এবার ভোটের ময়দানে। মমতা ব্যানার্জি বাঁকুড়ার দু’জায়গায় সভা করলেও ইন্দাস ছিল উল্লেখযোগ্য।”খেলা হবে দেখা হবে জয় হবে,”-এসবের পরও উন্নয়নের খতিয়ে দেখা খতিয়ান পেশ করেন মমতা ব্যানার্জি।