বন্যা দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে ‘মানবতা’

নিজস্ব সংবাদদাতা : মালদা জেলার ফারাক্কা ব্যারেজ এর পিছনে ভুতনি চরের মানুষেরা গত মাসাধিক ধরে অসহায় ভাবে দিন যাপন করছেন অথচ তাঁদের নিয়ে মিডিয়ার কোন হেলদোল নেই! সাধারণ এর মধ্যেও আগ্রহ নেই -ওরা যেন এতো কাছে থেকোও ভিনগ্রহ থেকে এসেছে! এমন দুর্ভোগের কবলে ১৯৭১.৭৮.৮৪ পর শেষ পড়পছিলো ভূতনী ১৯৯৮ সালে চরমভাবে। তারই পুনরাবৃত্তি হল ২০২৪ এ।
বর্তমান বন্যা পরিস্থিতিতে এলাকার সাধারন মানুষ খাদ্য,বস্ত্র,বাসস্থান,গৃহপালিত সহ জীবিকা নির্বাহের মৌলিক উপকরণ হারিয়েছে। বন্যা পরিস্থিতি এক মাস হয়ে গেলেও বসতভিটা কবরস্থান গ্রামীণ স্কুল থেকে শুরু করে চাষের জমি সবটাই জলের তলায়। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা সমাজকল্যাণমূলক সংস্থা ‘মানবতা’ পাশে দাঁড়ায় ভূতনীর মানুষের। ছুটে যায় সুদূর মালদার বন্যা দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে। দেড় শতাধিক মানুষের হাতে তারা ত্রাণ সামগ্রী হিসেবে মুড়ি,চিড়া,চিনি,বিস্কুট, দুধ তুলে দেয় বন্যাবিধ্বস্ত উত্তর চন্ডিপুর অঞ্চলের কাশিমটলা ও রঘুনাথটলা গ্রামে। এ বিষয়ে বিশেষ সহযোগিতা করে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ মাহাতো সহ তার টিম। মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান বিষয়টি নজরে আসার পরে পরেই প্রতিনিধি দল বন্যা দুর্গত এলাকায় পাঠানো হয় পরিস্থিতি খোঁজখবর নেয়ার পর বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এবং সকলকে এই মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। মানবতার এই ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য ডা:তৌহিদুর রহমান, সদস্য শিক্ষক টিপু সুলতান, মালদা মেডিকেল কলেজের ছাত্র আব্দুস সাত্তার,সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্র মোস্তাফিজুর রহমান, সাউথ মালদা কলেজের ছাত্র, আশিফ আখতার,সমাজকর্মী মোবারক হোসেন,স্থানীয় রেজাবুল হক। ত্রাণদ্রব্য হাতে পেয়ে এলাকার বিপদগ্রস্ত মানুষ দু হাত ভরে দোয়া করতে থাকেন।