|
---|
সেখ আব্দুল আজিম,হুগলী : বন্যায় ত্রাণ বন্টন করা হলো হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। খানাকুলের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন পুলিশ কর্তাব্যক্তিরা, খানাকুল থানার অন্তর্ভুক্ত রামচন্দ্রপুর, কুশলী ও রাজহাটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকায় ত্রান নিয়ে পৌঁছায় হুগলী গ্রামীণ পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার আইপিএস কামনাশিষ সেন, আরামবাগ এস.ডি.পি.ও সুপ্রভাত চক্রবর্ত্তী, আরামবাগ থানার আই সি, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল থানার বিভিন্ন অফিসাররা।
বিভিন্ন স্কুলে গিয়ে বন্যায় আটকে থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়ালো এর আগের এস পি স্যার কে তারা এই অসময়ে আগের বন্যায় কাছে পাইনি, বন্যায় আটকে থাকা মানুষজন প্রশংসা করেছে হুগলি গ্রামীন পুলিশের । পুলিশের পক্ষ থেকে রোজ এই ত্রান দেওয়া হবে, সেই সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকারে হুগলি গ্রামীন পুলিশ সুপার আইপিএস কামনাশিষ সেন জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় ক্যাম্প করবে সেই ক্যাম্পে মানুষজন খাবার তৈরি হবে।
হুগলি গ্রামীন পুলিশ সুপার আইপিএস কামনাশিষ সেন এও জানিয়েছেন, মানুষের পাশে সর্বদাই পুলিশ থাকবে।
পুলিশ এই মানবিক দিক নিয়ে প্রশংসিত খানাকুলের বানভাসি মানুষের পক্ষ থেকে।