বিপদসীমার ওপর দিয়ে বইছে বাঁশলেই নদী

 

    নিজস্ব প্রতিবেদক- গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টিতে কার্যত বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাঁশলেই সংলগ্ন এলাকাগুলিতে। ফুলে-ফেঁপে উঠেছে বাঁশলেই নদী , যার ভয়ঙ্কর তাণ্ডবের সাক্ষী থেকেছেন মুরার‌ইবাসি। 2000 সালের বন্যার ক্ষত এখনো মানুষের মনে দাও দাও করে জ্বলে। বীরভূমের মুরার‌ই থানার বেশ কয়েকটি গ্রাম যেমন ফতুল্লাপুর, কাহিনগর, রঘুনাথপুর, ডুমুরগ্রাম, আমডোল, ধিতরা, মিরপুর, আড়াইলে বন্যার আশঙ্কা রয়েছে। মুরার‌ই-১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশীথ ভাস্কর পাল জানান আমরা এই বিষয়টা সম্বন্ধে জ্ঞাত আছি,আমরা প্রশাসনের তরফ থেকে লোকাল ক্লাব গুলোর সঙ্গে যোগাযোগ করে সাধারণ মানুষের পাশে থাকার অনুরোধ করবো সাথে জঙ্গিপুর থেকে কয়েকটি বোর্ড এর জন্য চেষ্টা চালাচ্ছি।