|
---|
মোল্লা জসিমউদ্দিন : বুধবার সিটি সিভিল কোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন সহ ডেপুটেশন কর্মসূচি পালন করে এক আইনজীবী সংগঠন। এদিন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে ডেপুটেশন উপলক্ষ্যে আলিপুর,হাইকোর্ট,বারাসাত,ব্যাঙ্কশাল,শিয়ালদহ,চূচূড়া,দুর্গাপুর,উলুবেরিয়া,কাটোয়া,বর্দ্ধমান,হাওড়া থেকে প্রায় ১৫০ জনের বেশী আইনজীবী উপস্থিত ছিলেন। সাবাম এর পক্ষ থেকে প্রথমে হাইকোর্ট ও সিটি সিভিল কোর্টকে প্রদক্ষিণ করা হয়। এরপর ডেপুটেশন দেওয়া হয় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে। জমা দেয়। সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের কর্মকর্তা সঞ্জয় দাস বলেন – ” আমরা সারা বছর আইনজীবীদের স্বার্থে কাজ করি”।