|
---|
আয়ুব আলি : বারাকপুর১ দুয়ারে সরকার উওর২৪পরগনা জেলায় বারাকপুর১ ব্লক দুয়ারে সরকার অনুষ্ঠিত হল বারাকপুর কৃষক বাজারে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা সাধারন মানুষ কে পৌঁছে দিতে এই দুয়ারে সরকার। ৭ই সেপ্টেম্বর বারাকপুর১ ব্লক এ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এই সিবিরে বিডিও রাজর্ষি চক্রবর্তী মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন।