|
---|
আয়ুব আলি, উওর ২৪পরগনা : বারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ভাটপাড়া জার্নালিস্ট ক্লাব , উওর২৪পরগনায় বারাকপুর শিল্পাঞ্চল এলাকায় কালীপুজো ও দীপাবলী উৎসবে ‘ দীপ সন্মান – ২০২২’ প্রদান করল,জেলায় বারাকপুর মহকুমা এলাকায় বেলঘরিয়া থেকে সোদপুর, বারাকপুর,কাকিনাড়া, নৈহাটি ও হালিশহরের ১৯টি কালীপুজো কমিটিকে এ বছর বিচারক মন্ডলী র বিচারে তাদের মানপত্র ও গাছের চারা প্রদান করা হয়,২২শে অক্টোবর সকাল থেকে বারাকপুর জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক ও বিচারক মন্ডলী বিশিষ্ট নাট্যকার – চন্দন সেন, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ- অধিকর্তা- রানা দেবদাস,পানিহাটি কলেজের অধ্যক্ষা মুক্তি গাঙ্গুলি,উপ- স্বাস্থ্য আধিকারিক হুগলি জেলা, অম্বরিশ নাগ বিশ্বাস- সম্পাদক ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব, বিশিষ্ট সমাজসেবী অপু কুন্ডু ও সুমন চক্রবর্তী,এদিন অনুষ্ঠানে র সুচনা করেন বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া,ও সাংসদ অর্জুন সিং।