বারাকপুরে মানবাধিকার দিবস পালন

আয়ুব আলি- উত্তর ২৪ পরগনা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ব্যুরো – র উদ্যোগে বিশ্ব মানবাধিকার অধিকার দিবস উপলক্ষে, উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর স্টেশন এর সামনে এক অনুষ্ঠানের আয়োজন হয়। মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে এবং তার প্রতিকার কি ভাবে সম্ভব,সেব্যাপারে বিভিন্ন বক্তা বিস্তারিত আলোচনা করেন। শুরুতে সঙ্গীত পরিবেশন করেন অসিত বরন ঘোষ,জয়া ঘোষ , সভাপতি প্রবীর চক্রবর্তী প্রারম্ভিক বক্তৃতা র মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্যামসুন্দর পাত্র, আইনজীবী অংশুমান ঘোষ, ধৃতরাষ্ট্র দত্ত সভাপতি বারাসাত প্রেশ ক্লাব,আয়ুব আলি সাংবাদিক নতুন গতি, সাবিরুল গনি সম্পাদক শিবদাসপুর মানব চেতনা সমিতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।