|
---|
আয়ুব আলি,উত্তর ২৪ পরগনা : বারাকপুর পুলিশ কমিশনারের উদ্যোগে চালু হল তিনটি পিঙ্ক মোবাইল মোটর ভ্যান ও ২৫ টি ই- বাই সাইকেল। যার নামকরন হয়েছে ‘ আদ্যা’। শনিবার ২১ শে সেপ্টেম্বর বিকেল ৪ টায় বারাকপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে এই গুলির উদ্বোধন করেন বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বলেন এই মোটর মোবাইল ভ্যান গুলিতে একজন মহিলা পুলিশ অফিসার,তিনজন কনস্টেবল ও একজন মহিলা সিভিক ভলান্টিয়ার থাকবেন। বারাকপুর পুলিশ কমিশনারের এলাকা জুড়ে টহল দেবে এছাড়াও মটর চালিত সাইকেল করে মহিলা উইনার্স ফোর্স ২৪ ঘন্টা টহলদারিতে থাকবে, মহিলাদের আরও সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানালেন। আগামীদিনে আরও ফোর্স বাড়ানো হবে বলে জানান। কোন মহিলা রাস্তায় কোন সমস্যায় পড়লে কিংবা হেনস্থার শিকার হলে ১১২ ডায়াল করলে মোবাইল ভ্যানের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। অভিযোগ পেলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাবে ভ্যান। এদিন বারাসতের ময়নায় জেলা পুলিশ সুপারের অফিসে ও এক ই ভাবেএক অনুষ্ঠানে পুজোর মুখে মহিলা নিরাপত্তা ও সুরক্ষা য় বিশেষ উদ্যোগ নিয়ে মহিলা নিরাপত্তা য় আরও জোরদার করতে চালু হল পিঙ্ক পেট্রল মোবাইল ভ্যান ও ই- বাইসাইকেল পরিষেবা র উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া , অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ বারাসতের এস ডি পি ও ছাড়াও বারাসত থানার পুলিশের কর্মকর্তারা। বারাসত,হাবড়া ও মধ্যমগ্রাম বাজার এলাকায় পুজোর আগে কেনাকাটায় ও পুজোর সময় প্রচুর ভিড় হয় মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা রক্ষার জন্য ই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। এজন্য পুলিশের বিশেষ টিম তৈরি হয়েছে। এদিন বারাসাত জেলা পুলিশ কর্তৃপক্ষ থেকে বিভিন্ন থানায় ৪০ টি ই- বাইক প্রদান করা হয়। গ্রামাঞ্চলেও মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে পরবর্তীতে পৌঁছে যাবে এই পিঙ্ক পেট্রল মোবাইল ভ্যান।