বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান

আসাদ আলী-নতুন গতিঃ আজ ২৯ আগষ্ট, বৃহস্পতিবার বারাসাত জেলা পরিষদ ভবনের তিতুমীর হলে দুপুর ২:২৫ মিনিট থেকে বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক শেখ কামাল উদ্দিন মহাশয়ের দক্ষ সঞ্চালনায় কবিতা পাঠ, গান,আলোচনা ও গ্রন্থ প্রকাশের একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সংস্থার সদস্য সদস্যা ছাড়াও দূর দূরান্তের জেলাগুলি থেকেও কবি-সাহিত্যিক সাংবাদিক প্রমুখ গুণীজন সক্রিয় অংশ নেন। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে সভার সূচনা ঘটে । মাল্যদান করেন সংস্থার সম্পাদক শাহজাহান মন্ডল । সম্প্রতি আর জি কর এ দুঃখজনক ও ঘৃণ্য ঘটনায় দোষীদের শাস্তির দাবিসহ অস্বাভাবিক মৃত ডাক্তার তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর দলবদ্ধভাবে উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। তারপর স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক শাহজাহান মন্ডল মহাশয়। দুটি গ্রন্থ একটি কবিতার ‘নজরুল কথা ছন্দে গাঁথা’ ১২৫ জন কবির কবিতা ও ৩৫টি দুষ্প্রাপ্য ছবি আছে ও অপরটি প্রবন্ধের ‘চিন্তনে ও বিশ্লেষণে নজরুল’। প্রথমটি সম্পাদনা করেন ডক্টর সিদ্ধার্থ দত্ত ও শুভ্রা চক্রবর্তী। দ্বিতীয়টি অধ্যাপক সম্পাদনা করেন অধ্যাপক নিরুপম আচার্য্য, প্রসেনজিৎ মহাপাত্র ও আজহারউদ্দিন মোল্লা। গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অমলেন্দু দেবনাথ ও রবীন্দ্রনাথ তরফদার সহ মঞ্চে উপস্থিত থাকা সমস্ত অতিথিবৃন্দ। কবিতার বই সম্পর্কে সারসংক্ষেপ বক্তব্য রাখেন ডক্টর সিদ্ধার্থ দত্ত ও প্রবন্ধের বই সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর নিরুপম আচার্য । এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যাপক অমলেন্দু দেবনাথ।

    দ্বিতীয় পর্বে কবিতা পাঠ- সঞ্চালনায় ছিলেন শিক্ষক রবীন্দ্রনাথ তরফদার মহাশয়। সংগীত পরিবেশন করেন শ্রীমন্ত কুমার মন্ডল। কবিতা পাঠে অংশ নেন- শ্বেতাম্বরী চক্রবর্তী, বাদল কৃষ্ণ সরকার, লুৎফর রহমান, অসীম কুমার বসাক, শিক্ষক কবি ও প্রবন্ধকার মোঃ মফিজুল ইসলাম, চিকিৎসক কবি ও সাংবাদিক আসাদ আলী, ইউসুফ মোল্লা, সঞ্জয় কুমার দাস, মৌসুমী সাহা, ডাক্তার সাকোয়াত হোসেন, দেবযানি চট্টোপাধ্যায়, শেখ ইমরান আলী, স্বপ্না দাস পাল, দীপান্বিতা হক কুন্ডু, সোমা ভদ্র রায় প্রমুখ। ছিলেন সাংবাদিক আইয়ুব আলি। উপস্থিত সমস্ত গুনিজনদেরকেই উত্তরীয়, মেমেন্টো ও গ্রন্থ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।