|
---|
সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা বারাসাত থানার অন্তর্গত মুরুলি গ্রামে সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা অবস্থিত। উক্ত মাদ্রাসায় শতাধিক ছাত্রী আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার মেলবন্ধনে পঠন পাঠনের মনোমুগ্ধকর পরিবেশ গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ! উউল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও ঈসালে সওয়াবকে কেন্দ্র করে দু’দিন ব্যাপী ছাত্র-ছাত্রী ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানে কিরাত, গজল, হামদ, তাৎক্ষনিক বক্তৃতা, মুকালামা ও ক্যুইজ কবিতা আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা হয়। প্রতিযোগিনীদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক হযরত মাওলানা আকবর আলী বলেন, আমাদের মাদ্রাসায় যথেষ্ট সুনামের সাথে আধুনিক শিক্ষা ও ইসলামের শিক্ষা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠন- পাঠন হয় যেমন ইংরেজি, বাংলা, অংক ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান সহ কোরআন, হাদিস, আরবী সাহিত্য, তফসির, ফিকাহ, উসুল, মানতেক, ফরায়েজ ইত্যাদি বিষয় পড়ানো হয়। অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা রয়েছে। উক্ত ইসালে সওয়াব মহফিলে বক্তব্য রাখেন, ফুরফুরা শরীফের জনাব হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী, হযরত মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী, কারী বাহারুল ইসলাম, মাওলানা মোশারফ, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল খালেক, প্রগ্রেসিভ ফাউন্ডেশনের সিয়ামত আলী, সিরাত ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী এবং রাহানা সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবু সিদ্দিক খান, দত্তপুকুর থানার আইসি সুজিত চট্টপাধ্যায়, ইমাম হাবিবুর রহমান, আইনজীবী মাইনুল হক, হাফেজ আনসার আলি, মাওলানা মোফাজ্জল হক, শিক্ষক সাজাহান প্রমুখ।