|
---|
লু তুব আলি : বর্ধমান ২নং ব্লকের তাঁত খন্ড গ্রামে অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি জেলা ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক ও অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের পূর্ব পশ্চিম বর্ধমানের চিফ কাজী মোহাম্মদ রফিক। এই শিবির পরিচালনা করতে সহযোগিতা করে তাঁত খন্ড আপনজন ক্লাব। চক্ষু পরীক্ষা শিবির শুরু হওয়ার আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি মননশীল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বর্ধমান ২নং ব্লকের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শেখ সামিন। পৌরোহিত্য করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আবু মনির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুন গোলদার, বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজের চক্ষু বিভাগ এদিনের শিবিরে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে। এখানে রোগীদের নামমাত্র মূল্যে চশমা দেয়া হয়। এই চক্ষু পরীক্ষা শিবির পরিচালনা করেন দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের কর্ণধার কাজী হাসিনা জাহান সিদ্দিকী। সহযোগিতা করেন সোহম জ্যোতি জানা, পিউস গোস্বামী, সুব্রত মান্না, দেবজিত মিশ্র। মানুষ মানুষের জন্য এই স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা সভাপতি শেখ পিন্টু জানান, তাঁত খন্ড গ্রামের পিছিয়ে পড়া এই পাড়াতে শিবির করে ব্যাপক সাড়া মিলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের ব্লগ সম্পাদক জাহির আব্বাস, রাজীব হালদার, তপন হালদার, মানিক রায়, সেখ সন্টু, নুরুল হুদা, শেখ কালো, ডা. জিয়ালুর রহমান প্রমুখ।