|
---|
নিজস্ব প্রতিনিধি : বাংলা, ইংরেজি সহ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও গণিত এই পাঁচটি বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শনিবার বর্ধমান আল-আমিন মিশনে আরম্ভ হয় দুদিনের এক কর্মশালা। জিডি স্টাডি সার্কেল পরিচালিত এই কর্মশালার শুভারম্ভ করেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শেখ নুরুল হক। তিনি বলেন সময়ের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের আশু প্রয়োজন হলো নিজেদেরকে উন্নিত করে তোলা। নিজেকে উপযোগী করে তোলা। বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগিয়ে তার সঙ্গে সংগতি রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই কাজে এগিয়ে না গেলে আমাদেরকে পিছিয়ে পড়তে হবে। এমনটা হলে চলবে না। দুদিনের প্রশিক্ষণ শিবিরের মুখ্য বিষয় হল, পড়াশুনাকে কীভাবে আরো বেশি মনোগ্রাহী এবং আকর্ষণীয় করে তোলা যায়, হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কনসেপ্ট ডেভেলপ করা যায়। এ বিষয়ে জিডি স্টাডি সার্কেল-এর পাশে দাঁড়িয়েছে অনুসন্ধান সোসাইটি, পাঠভবন সোসাইটি এবং ধী-লার্ন অ্যাকাডেমি।
এদিন প্রারম্ভিক অধিবেশনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অনুসন্ধান সোসাইটির সভাপতি ডঃ দেবব্রত মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাব্রতী বর্ধমান আল-আমিন মিশনের সম্পাদক আশফাক হোসেন প্রমুখ। দুদিনের এই কর্মশালা উপলক্ষে একটি সুভেনিয়ার প্রকাশিত হয়। ‘শেখা-শেখি’ নামের এই সুভেনিয়ারে ভাষা, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে গুণমান সম্পন্ন লেখনি প্রকাশিত হয়েছে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত বিদ্বজনেরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩০ টি মিশন বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৭৫ জন শিক্ষক শিক্ষিকাদের জন্য দুদিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ্যার বর্ষিয়ান অধ্যাপক ডক্টর বি এন দাস, বিশিষ্ট এডুকেটেড পাঠভবন সোসাইটির সম্পাদক বিশ্বনাথ দাসগুপ্ত, শিক্ষাবিদ ডঃ দেবব্রত মুখোপাধ্যায়, অনলাইনে দিল্লি থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী মতিয়ার রহমান খান বিশিষ্ট জীববিদ্যার শিক্ষক ও মাহেশ রামকৃষ্ণ আশ্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ শশাঙ্ক মন্ডল, ইংরেজির স্বনামধন্য শিক্ষক হাটগাছা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ পার্থসারথি দাস, বিজড়া হাই স্কুল দুর্গাপুরের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন, কলকাতা টাকি বয়ে জ স্কুলের প্রধান শিক্ষিকা ডঃ স্বাগতা বসাক, শ্রী জহরলাল মাহিয়া শ্রী অলোক বর্ধন, আনিসুর আলী জমাদার গৌরাঙ্গ সরখেল, পান্থ মল্লিক প্রমুখ। জিডি স্টাডি সার্কেলের পক্ষ থেকে ২০২৪ সালের বর্ষ সেরা স্কুল দক্ষিণ দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুলের নাম ঘোষণা করা হয়। পাঠভবন সোসাইটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও স্মারক উপহার বেস আন-নূর মডেল স্কুলের হাতে তুলে দেওয়া হবে বলে ঘোষণা করেন এদিন অনুষ্ঠানের সঞ্চালক জিডি মনিটরিং কমিটির মাননীয় কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত আধিকারিক সৈয়দ নাসিরউদ্দিন।