বর্ধমান আলামীন মিশনের এম ক্যাট কাউন্সিলিং

নিজস্ব সংবাদদাতা :  র্ধমান আলামীন মিশনের MCAT COUNSELING অনুষ্টানে ছাত্র ছাত্রীদের ভর্তির যোগ্যতা নির্ণয় অনুষ্টানে তিনি অভিভাবকদের উদ্যেশ্য করে বলেন তাদের সন্তানদের সাদা মাঠা সাধারণ জীবন যাপনের মাধ্যমে সন্তানদের শিক্ষাদানের উদ্যোগ গ্রহন করার কথা বলেন জি ডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান প্রাক্তন আই এ এস আলহাজ সেখ নুরুল হক। এর পাশাপাশি
নৈতিক দায় দায়িত্ববোধের পাশাপাশী দীর্ঘ দিন পরিবারিক ঐতিহ্য ধরে রেখে দেশ ও জাতীর সেবায় নিয়োজিত থাকতে সাহায্য করবে।
ঈশ্বর সন্তুষ্টির জন্য সারা রাত জেগে ইবাদত করার চেয়ে কয়েক ঘণ্টার জ্ঞান চর্চা করা স্রষ্টার কাছে অনেক বেশী প্রিয়।তাই ইসলামিক মতে সম্পদের নিরাপত্তা বা শুধ্যিকরনের জন্য যাকাত আদায় দেয়া যেমন প্রয়োজন। ঠিক তেমনি সন্তানের শুধ্যিকরনের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসিম। মিশন শিক্ষার মাধ্যমে ছাত্র ছত্রীদের নৈতিক দায়িত্ববোধের শিক্ষার পাশাপাশি সম্প্রীতির বন্ধন অটুট থাকার শিক্ষা প্রদান করা হয়।তাই আগামী ভবিষ্যতের লক্ষ্যে সন্তানদের শিক্ষাদানের উদ্যোগ মিশন গুলি গ্রহন করেছে তা সকলের এগিয়ে আসতে অনুরোধ করেন। রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষা সচেতনতায় নিজেদের দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন আইএএস অফিসার তথা রাজ্যের প্রাক্তন পি এস সি এর চেয়ারম্যান আইএএস নুরুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান আল আমীন মিশন সম্পাদক আসফার হোসেন, সমাজসেবী মনিরা বেগম সহ অন্যান্য মিশনের সম্পাদক সহ সমাজের বিশিষ্টজন। মিশনে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মিশনের সম্পাদক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।