|
---|
লুতুব আলি, বর্ধমান : বর্ধমানের বিদ্যালয়ে ছাত্রীদের আত্মরক্ষার তালিম। ১২ দিনের একটি কোর্সে হাতে-কলমে আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স এর পাঠ নিল বর্ধমানের কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। দু’ঘণ্টার প্রতি সেশনে তারা শেখে রাস্তাঘাটে, ট্রেনে বসে আচম আক্রান্ত হলে নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হবে। অন্তত প্রাথমিক পর্যায়ে বিপদ থেকে বেরিয়ে আসার জন্য শুধু সাহস বা মনের জোর যথেষ্ট নয়, শারীরিক কৌশল ও প্রতি আক্রমণ করা দরকার এবং তা অভ্যাসে রক্ত করার জন্যই এই কোর্স বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামলী দাস। ইদানিংকালে মেয়েদের অনেকাংশে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছাত্রীদের সুরক্ষা রাখার জন্য এই বিদ্যালয় যথেষ্ট তৎপর। প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, সমাজ সচেতনতা শিক্ষার একটি আঙ্গিক। ঘরে বাইরে জটিল অপরাধের আবর্তে বালিকারা যাতে হারিয়ে না যায় তার জন্য এই জাতীয় কর্মশালাকে আমরা সব সময় স্বাগত জানাই।