বর্ধমানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অতিথিদের চন্দন তুলসি গাছ দিয়ে বরণ করা হল।

লুতুব আলি, বর্ধমান, ২৫ সেপ্টেম্বর : বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ মাসের প্রতিটা সপ্তাহে অভিনব ভাবে বৃক্ষরোপণ করে নজির সৃষ্টি করে চলেছে। ২৫ সেপ্টেম্বর বর্ধমান শহরের লাকুড্ডি বিরুটুকরি তে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছিল গাছ গ্রুপ। গাছ গ্রুপের ২২ তম খন্ডবনের রূপায়ণ করতে এগিয়ে এসেছিল অখিল ভারতীয় বর্ধমান মাড়োয়ারি মহিলা সমিতি। উল্লেখ্য, এদিনের আমন্ত্রিত অতিথিদের চন্দন, তুলসী বৃক্ষ শিশু দিয়ে বরণ করা হয়। পৌরহিত্য করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী। গাছ গ্রুপের সবুজ কর্মী বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে, বর্ধমান বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহাস সামন্ত, জোৎসাদী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুভাষ ঘোষ, বিশিষ্ট শিক্ষক রাজেশ হালদার, আবজেল মন্ডল, পূর্ব বর্ধমান জেলা সর্বশিক্ষা মিশনের কো-অর্ডিনেটর শেখ মিসকিন আলী প্রমুখরা অতিথিদের অভ্যর্থনা জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক ডা: পল্লবী মাজি, হাট গোবিন্দপুর কলেজের অধ্যাপিকা ড. শ্রাবণী বোস। ডা: পল্লবী মাজি বলেন, গাছ কাটার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে নতুন করে গাছ না লাগালে পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলবে। এই অবস্থা বর্তমানে পরিলক্ষিত হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বেশি করে গাছ লাগানোর ওপর তিনি জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকুড্ডি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা পাপড়ি সাহা, এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার সাউ, স্থানীয় ব্যবস্থাপক সঞ্জয় সামন্ত। এছাড়াও গাছ গ্রুপের সদস্য সবুজ কর্মী কালিদাস মল্লিক, রহিম আলী মল্লিক, শেখ মোহাম্মদ সেলিম, শিক্ষিকা ডালিয়া বেগম, তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী প্রমুখ। সবুজ কর্মী টুম্পা হালদার বলেন, সামাজিক বনসৃজন করে জেলা তথা দেশের কাছে গাছ গ্রুপ এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। গাছ মাস্টার অরূপ চৌধুরী জানান, গাছ গ্রুপের গতিকে ত্বরান্বিত করতে বর্ধমান সহ অনেক জেলার স্বেচ্ছাসেবী সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে আসছেন। গাছ গ্রুপের ইতিবাচক বার্তা ভাইরাল হয়ে যাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে অখিল ভারতীয় মারওয়ারি মহিলা সমিতির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন নিশা চৌধুরী, নিলম গর্গ, গীতা খান্ডেন ওয়াল, সবিতা বাজাজ, পারুল আগরওয়াল , সহকারি বিদ্যালয় পরিদর্শক সুকল্যাণ বসু প্রমুখ।