বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গাছ দিয়ে আপ্যায়নের আর্জি গাছ গ্রুপের।

লুতুব আলি, বর্ধমান,১৮ মে : ১৭ মে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপাচার্য ড. নিমাই চন্দ্র সাহার কাছে গাছ গ্রুপের পুরোধা, গাছ মাস্টার অরূপ চৌধুরী ও অন্যান্য সবুজ শ্রমনেরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সকলকে গাছ দিয়ে আপ্যায়ন করার আর্জি জানান। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তাৎক্ষণিকভাবে সবুজ সংকেত পাওয়াই গাছ গ্রুপের সবুজ শ্রমনে রা লাগাম ছাড়া আনন্দে উদ্ভাসিত হন। উল্লেখ্য, আক্ষরিক অর্থে এক প্রকার নিঃশব্দে সামাজিক বৃক্ষরোপণ করে পূর্ব বর্ধমানের গাছ গ্রুপ খ্যাতের উচ্চ শিখরে পৌঁছানোর অভীষ্ট লক্ষ্যে পদার্পণ করতে চলেছে। প্রসঙ্গত এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স, ইনভারমেন্টাল সায়েন্স ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের বৃক্ষ প্রদান অনুষ্ঠান। সহযোগিতায় ছিল গাছ গ্রুপ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিমাই চন্দ্র সাহা, সহ উপাচার্য ড. আশীষ কুমার পানিগ্রাহী, ডিন অফ সায়েন্স ড. সুনীল কার ফর্মা, ডিন অফ আর্টস ড. প্রদীপ চট্টোপাধ্যায়, বায়োটেকনোলজি বিভাগীয় প্রধান ড. ইন্দ্রানী চন্দ্র, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগীয় প্রধান ড. অরূপ রতন ঘোষ, ড. বিশ্বরঞ্জন মিস্ত্রি, অধ্যাপক নবকুমার মন্ডল, অধ্যাপক সুদীপ্ত মণ্ডল, গবেষক অমিত দে, তুলিকা সাহা, আইনজীবী স্বাগতা কোনার, সৌগত দাস সহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। গাছ গ্রুপ এক প্রকার নিঃশব্দে বিপ্লব করে যাচ্ছে। গাছ গ্রুপের যুগান্তকারী কর্মসূচি দেখে উপাচার্য সহ এ দিনের অনুষ্ঠানের সকলে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য , সহ উপাচার্য নিজের হাতে করে বেশ কিছু মূল্যবান গাছ লাগান। কাঁঠাল, আম ও ফুলের চারা সহ আশিটি বৃক্ষ শিশু রোপন করা হয়। গাছ গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানের সকলকে স্বাগত জানান সুকল্যাণ বোস, সুবীর দে, শেখ মিসকিন আলী, আবেজ মন্ডল, সন্দীপ চক্রবর্তী, প্রিয়ব্রত পাঁজা, অম্লান মজুমদার, টুম্পা হালদার, মিন্নাতারা খাতুন সহ গাছ গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ। গাছ গ্রুপের পুরোধা জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরী বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয় গাছ গ্রুপকে যে সুযোগ দিলেন তার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। অরূপ বাবু জানান তিনি খুব শীঘ্র বাইরে ভ্রমণ করবেন সেখানে গাছ গ্রুপের আদর্শকে তুলে ধরবেন।