|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমানের বিদ্যালয়ে প্রাণঘাতী রোগ নিয়ে আলোচনা, স্বাস্থ্য পরীক্ষা শিবির। কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয় বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারভাইকাল এবং ব্রেস্ট ক্যান্সার আলোচনার বিষয় বস্তু ছিল। আলোচনা শিবিরের প্রারম্ভে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত স্বাগত ভাষণ দেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ গোলাম মোঃ বলেন, সারভাইকাল এবং ব্রেস্ট ক্যান্সার এখন সবার জন্য আশঙ্কা। কিন্তু সুখের বিষয় এই যে এর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। ৯ থেকে ১৪ বছরের মধ্যে মেয়েরা এই প্রিভেন্টিভ ভ্যাকসিন নিলে পরে এই প্রাণঘাতী রোগ থেকে নিজেদের অনেকটাই সুরক্ষিত রাখতে পারবে। বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন সকল স্কুলছাত্রীদের এই ভ্যাকসিন বিনামূল্যে দিতে বদ্ধপরিকর এবং সমাজ থেকে এই মারণ রোগ নির্মূল করার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে এদিনই ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে দাঁতের পরীক্ষা করা হয় এই বিদ্যালয়ে। বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর হাউস সার্জেন ডা: সাইন আফরোজ এবং বর্ধমান ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল এর হাউস সার্জেন্ট ডা: সামিম হোসেন এই দাঁতের পরীক্ষা করেন। দাঁতের সমস্যা থাকলেও ছোটরা অনেকে বুঝতে পারে না যে তাদের সমস্যা আছে। কেউ কেউ বুঝলেও সেটা অগ্রাহ্য করে। বড়দের বলতে গেলে তারাও সব সময় গুরুত্ব দেন না বলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এদিন এই কথাগুলি বলেন। দাঁত মাজা, দাঁতের যত্নের ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এদিন কিছু টিপস দিয়েছেন। শারীর বিদ্যার শিক্ষক অনিমেষ বর্মন বলেন, আর্থসামাজিক প্রেক্ষাপটে স্থানীয়রা চিকিৎসায় ব্যয় সংকোচ করতে বাধ্য হয়ে পড়েছে। হলে এই শিবির খুবই দরকার ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ দিননাথ দাস শিক্ষার স্বাস্থ্য কে সমান গুরুত্ব দিয়েছিলেন। আমরা সব সময়ই স্বাস্থ্য বিষয়ক শিবির আর সেমিনারের আয়োজন করে থাকি যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনায় পূর্ণ গুরুত্ব দিতে পারে। এদিনের দুই চিকিৎসক বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এর সঙ্গে যুক্ত। হলে আজ তাঁরা সবদিক খতিয়ে দেখে যে ব্যবস্থা করেছেন তাতে সকলেই খুশি হয়েছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।