|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রাক্তনীদের দ্বিতীয় পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগের কাদম্বিনী হলে। ১৮০ জন প্রাক্তনী এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এঁদের মধ্যে পাবলিক লাইব্রেরী থেকে শুরু করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ধরনের গ্রন্থাগারের গ্রন্থাগারীরা এবং এই বিভাগের ছাত্র-ছাত্রীরা ছিলেন। আগামী তিন বছরের জন্য প্রাক্তনীদের এই সংগঠন বুলিসার নতুন কমিটি নির্বাচিত হয়। এই কমিটির সভাপতি হন পুরুলিয়া সিধো কান হো বীরসা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গ্রন্থাগারই প্রণব হাজরা, সম্পাদক হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রাজেশ দাস। নাচ, গান, আবৃত্তি এবং প্রাক্তনীদের স্মৃতিচারণার মধ্য দিয়ে নস্টালজিক হয়ে ওঠে কাদম্বিনী হল। এই আবেগঘন আবহের মধ্যে লাইব্রেরী প্রফেশনকে আরো উচ্চতায় নিয়ে যাবার প্রতিজ্ঞা করা হয়। বিশিষ্ট অধ্যাপক ডঃ সুবল বিশ্বাস, ড: পার্থসারথী মুখার্জি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক বিশ্বজিৎ সাহা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ড: নিমাই সাহা প্রমুখ গ্রন্থাগার পেশার দিকপালরা উপস্থিত ছিলেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক বিশ্বজিৎ সাহা বলেন, এই পুনর্মিলন উৎসব আক্ষরিক অর্থে সার্থকতা লাভ করেছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলে স্মৃতির সরণি বেয়ে তার বাস্তবতা উপভোগ করা যায়। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ চত্বরে সবুজায়নের বার্তা দেওয়ার জন্য শিশু বৃক্ষ রোপণ করা হয়