বর্ধমান সেন্ট জন্স অ্যাম্বুলেন্স সাধারণ সভা।

নিজস্ব সংবাদদাতা : আজ ১০ জুলাই সন্ধ্যা পাঁচটায় বর্ধমান সেন্ট জোন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়, অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে। সভায় পৌরহিত্য করেন বর্ধমান জেলা এ ডি এম শিক্ষা মাননীয়া সানা আক্তার (আইএএস) মহাশয়া।

    বিগত বছরের কার্যকলাপ, হিসাব পরীক্ষা,আগামী দিনের কার্যপদ্ধতি ও বাজেট নিয়ে বিশদ আলোচনার পর আগামী ২৪-২৫ -২৬ কার্যবর্ষের একটি নতুন পরিচালক কমিটি জেলাশাসকের এর অনুমোদন স্বপক্ষে এ ডি এম মাননীয়া সানা আক্তার মহাশয়া নামের তালিকা ঘোষণা করেন।

    সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের নিয়মাবলী অনুযায়ী জেলাশাসক কমিটির সভাপতি, সদর মহকুমা শাসক সহ -সভাপতি, সিএমও এইচ সহ-সভাপতি ও একজন সাধারণ সভ্য মনোনীত সহ-সভাপতি হিসেবে মনোনীত হন। মাননীয় মনোজ কুমার সাধু সম্পাদক মনোনীত হন । অন্যতম আজীবন সদস্য সমাজসেবী শেখ মনোয়ার হোসেন পরিচালক কমিটির সভ্য হিসেবে মনোনীত হন। সরকারি প্রতিনিধি সহ বিভিন্ন সদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী পরিচালন কমিটির নাম ঘোষণা করা হয়। যাতে আগামী দিন সেন্ট জন্স এম্বুলেন্স অ্যাসোসিয়েশন দেশ ও জাতির হিতার্থে সাফল্যের সাথে আরো ভালো কাজ করতে পারে।