|
---|
সেখ সামসুদ্দিন, ১৬ সেপ্টেম্বরঃ বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিঃ মার্কেটিং সোসাইটি লিমিটেডের বার্ষিক মিলন উৎসব করা হয়। এই সোসাইটির সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত সকল ডিলার ও সোসাইটি গুলিকে নিয়ে আজকের মিলন উৎসব করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান তথা মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, ডাইরেক্টর সৈয়দ নাসির উদ্দিন আহমেদ, প্রশাসনিক আধিকারিক তপন গন, ম্যানেজার সুজিত নন্দী সহ অন্যান্য ডাইরেক্টর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কর্মীবৃন্দ। বর্ধমান সেন্ট্রাল মার্কেটিং এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বিশ্বকর্মা পুজো উপলক্ষে গতকাল শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের মিউজিক্যাল বল ও শঙ্খ বাদন প্রতিযোগিতা করা হয়। আজ সন্ধ্যায় ওই সকল প্রতিযোগিতার স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে এবং প্রখ্যাত শিল্পী তরুণ সরকারের সঙ্গীতানুষ্ঠান হবে বলে জানান প্রশাসনিক আধিকারিক। সোসাইটির হিসাব রক্ষক জানান ডিলার ও সোসাইটি ব্যবসায়িক দিক থেকে ভালো ব্যবসা দেওয়ার জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীদের বিশেষ সম্মান দেওয়া হয় এবং এর ফলে ব্যবসায়ীদের মধ্যে ভালো ব্যবসা করার প্রচেষ্টা থাকে। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের পর উপস্থিত সকল ডিলারদের একটি উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।