বর্ধমান ছন্দমের ৩০ তম উদয় শঙ্কর নৃত্যোৎসব।

লুতুব আলি,বর্ধমান,১০ ডিসেম্বর : নৃত্য প্রশিক্ষণ সংস্থা ছন্দম বর্ধমানের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী উদয় শঙ্করের ৩০ তম নৃত্য উৎসব পালন করল বর্ধমানের আর এক ভূমিপুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মেহবুব হাসান এর নৃত্য প্রশিক্ষণ সংস্থা ছন্দম। ৯ ডিসেম্বর বর্ধমান শহরের রেলওয়ে ইনস্টিটিউটে অমলা শংকর মঞ্চে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ডি আই জি কারা বিভাগ সুব্রত চ্যাটার্জী। স্বাগত ভাষণ দেন ছন্দমের কর্ণধার মেহবুব হাসান। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন টিটা ইসলাম। অনুষ্ঠানে ভরতনাট্যম, ওডিসি, সৃজনশীল ও লোক নৃত্য পরিবেশিত হয়। শিশু শিল্পী আমিন মেহবুব সৃজন এর সুন্দর পরিচালনা অনুষ্ঠানটিকে এক অনন্য মাত্রা এনে দেয়। সেরা ছাত্রী পুরস্কার পান সেহনাজ আফরিন ও সৌমিতা মাজি। সর্বোচ্চ উপস্থিতির পুরস্কার পান অন্বেষা দত্ত। পুরস্কার গুলি তুলে দেন অধ্যাপক সমীর চ্যাটার্জী, দেবাশীষ দে, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক তাপস পাল, ডা: গোলাম মোহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য শিল্পী রামমোহন বরাট, নৃত্য গুরু রামকৃষ্ণ চ্যাটার্জি, অমৃতা দাস, ভারতের সার্ক কমিটির সদস্য ফজলুল হক। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেন ছন্দমের অধ্যক্ষ মেহবুব হাসান।