|
---|
লুতুব আলি, বর্ধমান : বর্ধমানের উপকণ্ঠে বর্ধমান ১ নং ব্লকের বেলকাশ প্রাথমিক বিদ্যালয় এ বিদ্যাসাগরের জন্মদিন পালন ও আবক্ষ মূর্তির উন্মোচন হয়। পরে বেলকাশ প্রাথমিক বিদ্যালয় ও বেলকাশ পি পি ইনস্টিটিউশন এর যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন বিলকাশ প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অম্লান মজুমদার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সর্বশিক্ষা মিশনের কো-অর্ডিনেটর শেখ মিসকিন আলি, জাতীয় শিক্ষক সুভাষ দত্ত, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন, পঞ্চায়েত সদস্যা মৌসুমী ঘোষ। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, বিদ্যাসাগর সম্পর্কে মনন শীল আলোচনা ছাড়াও সাহিত্যবাসর। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের কর্ণধার বিশিষ্ট শিক্ষক প্রতনু রক্ষিতের পরিচালনায় বিদ্যাসাগরের ওপর কুইজ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, ঈদ বক্স সাহেব, স্বর্ণকমলবাবু, অনির্বাণ বাবু ও দুটি বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।