|
---|
২০১৮ -১৯ অর্থবর্ষে কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতি কর্তৃক বিভিন্ন প্রকল্প শুভ উদ্বোধন
রাহুল রায়,নতুন গতি, বর্ধমানঃ ২০১৮ -১৯ অর্থবর্ষে কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতি কর্তৃক বিভিন্ন প্রকল্পগুলির শুভ উদ্বোধন হল আজ । করুই উচ্চ বিদ্যালয়ের মিনতি মুখার্জী স্মৃতি তোরণের ফিতে কেটে উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়ার মহকুমা শাসক প্রশান্ত রাজ শুক্লা,কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,দাঁইহাট পৌরসভার পৌরপিতা শিশির কুমার মন্ডল,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,করুই গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মমতা মালিক,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিতাইসুন্দর মুখার্জী,প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশচন্দ্র মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপকচন্দ্র রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রীরা ও এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। আজকে কাটোয়া ২নং ব্লকের১৯ টি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ ও ৪ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করা হলো।
আই এম ডি পি তহবিলের নির্মিত করুই উচ্চ বিদ্যালয়ের অতিরিক্ত দুটি শ্রেণীকক্ষের ফিতে কেটে উদ্বোধন করলেন কাটোয়ার মহকুমা শাসক প্রশান্ত রাজ শুক্লা।